নীলাকাশ বার্তাঃ মালদ্বীপ এর বাংলাদেশ দূতাবাস ও ঢাকার আগারগাঁও কেন্দ্রীয় পাসপোর্ট অফিসের মধ্যে ইন্টারনেট সংযোগ এবং অনলাইন যোগাযোগ ব্যবস্থার প্রয়োজনীয় মেরামত কাজ ইতো মধ্যে সম্পন্ন হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
এই পরিপ্রেক্ষিতে নতুন পাসপোর্ট কিংবা পুরাতন পাসপোর্ট রি-ইস্যু করতে আগ্রহী ব্যক্তিদের ৬ এপ্রিল মঙ্গলবার হতে সব কর্ম দিবসে (রোববার হতে বৃহস্পতিবার) সকাল ৯টা থেকে দুপুর ১২টার মধ্যে মালদ্বীপের বাংলাদেশ দূতাবাসে আবেদন জমা দেয়ার জন্য একটি জরুরি বিজ্ঞপ্তিতে অনুরোধ করা হয়।
প্রসঙ্গত, গত শনিবার ৩ এপ্রিল মালদ্বীপের বাংলাদেশ দূতাবাস এবং ঢাকার আগারগাঁও কেন্দ্রীয় পাসপোর্ট অফিসের মধ্যে ইন্টারনেট সংযোগ ত্রুটি দেখা দেয়ায় এমআরপি কিংবা মেয়াদোত্তীর্ণ পাসপোর্ট নবায়নের আবেদন গ্রহণ করা বন্ধ ছিল বলে জানা গেছে।
নতুন পাসপোর্ট কিংবা নবায়নের জন্য আবেদনকারী প্রবাসী বাংলাদেশিদের মালদ্বীপের দূতাবাসে আবেদন জমা না দেয়ার জন্য বিজ্ঞপ্তিতে অনুরোধ করা হয়েছিল।
আরও পড়ুন
করোনা বিরোধে ব্যাপক সংঘর্ষ, পুলিশের গুলিতে একজন নিহত
নীলাকাশ বার্তাঃ লকডাউন শুরু হলেও ঢাকা ও বিভাগীয় শহরগুলোর সড়কে মানুষ ও অনেক যানবাহন চলাচল করতে দেখা যাচ্ছে বলে জানা যাচ্ছে।
বাংলাদেশের রাজধানী ঢাকার কাছে ফরিদপুরের সালথায় করোনা পরিস্থিতি মোকাবেলায় লকডাউন কার্যকর করা নিয়ে পুলিশের সাথে স্থানীয় একদল ব্যক্তির সংঘর্ষে একজন নিহত হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা যায়।
পুলিশ বলেছেন, সোমবার রাতে স্থানীয় একটি বাজারে উপজেলা সহকারি কমিশনারের (ভূমি) পরিদর্শনকে কেন্দ্র করে এ ঘটনা ঘটেছে।
অতিরিক্ত পুলিশ সুপার জামাল পাশা বলেন, “রাত আটটা থেকে সাড়ে আটটার দিকে সালথা থানার এসি-ল্যান্ড ফোকরা বাজারে গিয়েছিলেন এবং সেখানে তিনি একটি মুদি দোকান বন্ধ করতে বলছিলেন।
“এটা নিয়ে তাদের মধ্যে বাক -বিতন্ডা হয়। এক পর্যায়ে স্থানীয় লোকজন এসি ল্যান্ড এবং তার সাথে থাকা লোকজনদের ধাওয়া করে। এসি ল্যান্ড পুলিশকে খবর দেয়। পুলিশ সেখানে গেলে স্থানীয়দের সাথে সংঘর্ষ বাঁধে।
এ সংঘর্ষে একজন পুলিশ সদস্যও আহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে।
“পরে পুলিশ সদস্যরা আহত পুলিশ সদস্যকে উদ্ধার করার জন্য গেলে এলাকার লোকজন সংঘবদ্ধ হয়ে পুলিশের ওপর চড়াও হয় বলে অভিযোগ করেন অতিরিক্ত পুলিশ সুপার।”
এক পর্যায়ে এখানকার কয়েক হাজার মানুষ সালথা থানা, উপজেলা পরিষদের অফিস ঘেরাও করেন। অফিসে ইটপাটকেল ছোড়ে, উপজেলা নির্বাহী অফিসে ঢুকে ভাংচুর করে, দুইটি গাড়িতে আগুন দিয়ে দেয়, সালথা থানার পিছনের দিকে অগ্নিসংযোগ করা হয়েছে বলে অভিযোগ উঠেছে ।
এক পর্যায়ে সালথা থানার প্রধান ফটক ভেঙ্গে প্রবেশ করার চেষ্টা করলে পুলিশ আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঠেকাতে, জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে এবং আত্মরক্ষার্থে গুলি চালায়। এমন টা বলেছেন পুলিশ সুপার।
এতে জোবায়ের মোল্লা নামে স্থানীয় একজন নিহত হয় এবং রাতেই তার পরিবার তাকে দাফন করেন।”
“এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানাচ্ছে পুলিশ।”
করোনা ভাইরাসের দ্বিতীয় ঢেউ সামাল দিতে সোমবার থেকে যে লকডাউন শুরু হয়েছে এর শুরু থেকেই তার বিরোধীতা করছেন ব্যবসায়ীরা।
রবিবার ঢাকার একাধিক স্থানে লকডাউন বিরোধী বিক্ষোভ হতে দেখা গেছে। ঢাকার নিউমার্কেট এলাকায় ব্যবসায়ীদের সাথে পুলিশের সংঘর্ষ, ধাওয়া পাল্টা ধাওয়া ও যানবাহন ভাংচুরের ঘটনাও ঘটেছে ।
সোমবারও বাংলাদেশের বিভিন্ন স্থানে ব্যবসায়ীরা বিক্ষোভ করেছে বলে খবর পাওয়া গেছে।
তবে শেষ পর্যন্ত ফরিদপুরের সালথার এই বিক্ষোভ এবং সংঘর্ষের ঘটনাটিতে প্রানহানীর ঘটনা ঘটলো।
DEVELOPED BY - ANOWARULBD.ME
Leave a Reply