নীলাকাশ বার্তাঃ ৩৪টি জেলায় ৫৫ পৌর-সভায় চতুর্থ ধাপের নির্বাচনে ভোটগ্রহণ শেষ হয়েছে গতকাল রোববার। এরই মধ্যে আওয়ামী লীগের (নৌকা) প্রার্থী জয়ী হয়েছেন ৪৮ জন, স্বতন্ত্র ৪ জন এবং বিএনপি থেকে এক মাত্র বিজয়ী হয়েছেন তাসকিন আহমেদ চিশতি।”
“সাতক্ষীরা পৌর নির্বাচনে বিএনপির প্রার্থী তাসকিন আহমেদ চিশতি আওয়ামী লীগ প্রার্থীর দ্বিগুণ ভোট পেয়ে দ্বিতীয় বারের মতো মেয়র হয়েছেন।” “তিনি পেয়েছেন ২৫,০৮৮ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী নাসিম ফারুক খান মিঠু পেয়েছেন ১৩,২২১ ভোট। এছাড়া আওয়ামী লীগ মনোনীত প্রার্থী শেখ নাসিরুল হক পেয়েছেন ১৩,০৫০ ভোট এবং জামায়াত নেতা স্বতন্ত্র প্রার্থী মোঃ নুরুল হুদা পেয়েছেন ২,৮৮৮ ভোট।”
নির্বাচনে বিজয়ী অন্যরা: কলাপাড়া (পটুয়াখালী) বিপুল চন্দ্র হাওলাদার (আ’লীগ), কচুয়া (চাঁদপুর) নাজমুল আলম স্বপন (আ’লীগ), চুনারুঘাট (হবিগঞ্জ) সাইফুল আলম রুবেল (আ’লীগ), বান্দরবান মোঃ ইসলাম বেবী (আ’লীগ), কালাই (জয়পুরহাট), রাবেয়া সুলতানা (আ’লীগ), তাহেরপুর (রাজশাহী) আবুল কালাম আজাদ (আ’লীগ), বরাইগ্রাম মাজেদুল বারী নয়ন (আ’লীগ), আখাউড়া- তাকজিল খলিফা কাজল (আ’লীগ), বাজিতপুর আনোয়ার হোসেন আশরাফ (আ’লীগ), ফুলপুর (ময়মনসিংহ) শশধর সেন (আ’লীগ), শ্রীবরদী মোহাম্মদ আলী লাল মিয়া (আ’লীগ)।
হোমনা অ্যাডভোকেট নজরুল ইসলাম (আ’লীগ), করিমগঞ্জ হাজী মোসলেহ উদ্দিন (আ’লীগ), শিবগঞ্জ মুনিরুল ইসলাম (আ’লীগ), ঠাকুরগাঁও আঞ্জুমান আরা (আ’লীগ), মাটিরাঙ্গা সামছুল হক (আ’লীগ), সাতক্ষীরা তাজকিন আহমেদ চিশতী (বিএনপি), বাগেরহাট খান হাবিবুর রহমান (আ’লীগ), হোসেনপুর আবদুল কাইয়ুম খোকন (আ’লীগ), বাঘারপাড়া কামরুজ্জামান বাচ্চু (আ’লীগ), রানীশংকাইল মুস্তাফিজুর রহমান মোস্তাক (আ’লীগ), জীবননগর মোঃ রফিকুল ইসলাম (আ’লীগ), সোনাইমুড়ি ভিপি নুরুল হক চৌধুরী (আ’লীগ), চাটখিল ভিপি মো. নিজাম উদ্দিন (আ’লীগ), আলমডাঙ্গা হাসান কাদির পনু (আ’লীগ)।
চাটখিল ভিপি মোঃ নিজাম উদ্দিন (আ’লীগ), আলমডাঙ্গা হাসান কাদির পনু (আ’লীগ), নেত্রকোনা নজরুল ইসলাম খান (আ’লীগ), রামগতি এম মেজবাহ উদ্দিন (আ’লীগ), ফরিদগঞ্জ আবুল খায়ের পাটোয়ারী (আ’লীগ), চৌগাছা নূরউদ্দিন আল মামুন হিমেল (আ’লীগ),লালমনিরহাট রেজাউল করিম স্বপন (স্বতন্ত্র), পাটগ্রাম রাশেদুল ইসলাম সুইট (আ’লীগ), শেরপুর গোলাম কিবরিয়া লিটন (আ’লীগ), আক্কেলপুর শহীদুল ইসলাম চৌধুরী (আ’লীগ), মুলাদী শফিউজ্জামান রুবেল (আ’লীগ), বানারীপাড়া অ্যাডভোকেট সুভাষ চন্দ্র (আ’লীগ), রাজবাড়ী আলমগীর হোসেন তিতু (স্বতন্ত্র), তানোর ইমরুল হক (আ’লীগ)।
নগরকান্দা নিমাই চন্দ্র সরকার (আ’লীগ), ত্রিশাল এবিএম আনিছুজ্জামান (স্বতন্ত্র), রাঙ্গামাটি আকবর হোসেন চৌধুরী (আ’লীগ), গোয়ালন্দ নজরুল ইসলাম মণ্ডল (আ’লীগ), চন্দনাইশ মাহাবুবুল আলম খোকা (আ’লীগ), কানাইঘাট লুৎফুর রহমান (আ’লীগ), দাউদকান্দি নাঈম ইউসুফ সেইন (আ’লীগ), পটিয়া আইয়ুব বাবুল (আ’লীগ), মিরকাদিম (মুন্সীগঞ্জ) আব্দুস সালাম (আ’লীগ), গোদাগাড়ী (রাজশাহী) মোঃ মনিরুল ইসলাম বাবু (স্বতন্ত্র)।
মাধবদী মোশাররফ হোসেন মানিক (আ’লীগ)। গোপালপুর রকিবুল হক ছানা (আ’লীগ), কালিহাতী নুরুন্নবী সরকার (আ’লীগ), মেলান্দহ শফিক জাহেদী রবিন (আ’লীগ)।
এর আগে সাতকানিয়া পৌরসভায় মেয়র পদে আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী মোহাম্মদ জোবায়ের বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।
এদিকে নরসিংদী পৌরসভার চারটি কেন্দ্র স্থগিত করা হয়েছে। এছাড়া শরীয়তপুরের ডামুড্যা পৌরসভায় ২টি কেন্দ্রের ভোট স্থগিত রয়েছে। কঠোর নিরাপত্তার মধ্যে দিয়ে উক্ত নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।
অল্প কিছু বিছিন্ন ঘটনা ছাড়া নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ হয়েছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।
আরও পড়ুন
” সাতক্ষীরায় ওয়াজ করতে গিয়ে গণপিটুনি খেলেন নকল বক্তা!”
নীলাকাশ বার্তাঃ “মাহফিলে ওয়াজ করছেন এক বক্তা। বয়ানের মাঝে শ্রোতাদের মনে সন্দেহ জাগে তার পরিচয় নিয়ে।’ পরে গণপিটুনির শিকার হয়ে এলাকা ছাড়তে হয় তাকে।”
“শুক্রবার (১২ ফেব্রুয়ারি) রাত ১১টার দিকে সাতক্ষীরা সদর উপজেলার এল্লারচর ইউনিয়নের বালিথা এলাকায় এ কাণ্ড ঘটে।” সোশ্যাল মিডিয়ায় এর একটি ভিডিও ছড়িয়ে পড়লে দেশজুড়ে ব্যাপক আলোচনা শুরু হয়।”
জানা যায়, “যে বক্তা ওয়াজে আসার কথা ছিল তিনি ওই এলাকায় পরিচিত।” কিন্তু আরেক জন মঞ্চে উঠে বয়ান করতে থাকলে শ্রোতাদের মনে সন্দেহের দানা বাঁধে।” একপর্যায়ে মঞ্চে থাকা একজন স্থানীয় গণমান্য ব্যক্তি সরাসরি তাকে জিজ্ঞাসা করেন। “পরে ধরা পড়ে যান ওই নকল বক্তা।”
স্থানীয় ইউপি চেয়ারম্যান মোঃ শামছুর রহমান রোববার সন্ধ্যায় ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।”
তিনি জানান, “সালমা বেগম নামে এক নারী ওই মাহফিলের আয়োজন করেছিলেন।” সেখানে ঢাকা থেকে মাওলানা আবুল কালাম আজাদ নামে এক বক্তা আসার কথা ছিল।” কিন্তু এ নাম ধারণ করে অন্য একজন এসে প্রধান অতিথির ওয়াজ শুরু করেন।”
“বয়ানের মাঝে শ্রোতাদের মনে সন্দেহ জাগলে তাকে থামিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়।” “এক পর্যায়ে তার মুখের রুমাল টান দিলে দেখা যায় তার দাড়ি নেই!”
“বিষয়টি বুঝতে পেরে স্টেজেই কথিত বক্তাকে মারপিট শুরু করেন জনতা। পরে পুলিশের সহায়তায় পরিস্থিতি স্বাভাবিক হলে এলাকা ছাড়া করা হয় তাকে।”
জানা গেছে, “নকল ওই বক্তা এফডিসির একজন ভিডিও এডিটর ও স্ক্রিপ্ট রাইটার। তবে তার নাম- পরিচয় সম্পর্কে সঠিক তথ্য পাওয়া যায়নি। ওই মাহফিলে সিনেমা জগতের খলনায়ক আমির সিরাজী ও নায়ক মেহেদী উপস্থিত ছিলেন।”
“ঘটনার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়লে ব্যাপক সমালোচনা সৃষ্টি হয়।” ক্ষোভ জানিয়েছেন আলেমরাও।” ওয়াজ মাহফিলে কাউকে দাওয়াত দেয়ার আগে তার সম্পর্কে বিস্তারিত খোঁজ নেয়ার কথা বলছেন তারা।”
DEVELOPED BY - ANOWARULBD.ME
Leave a Reply