নীলাকাশ বার্তাঃ “বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, যুগ্ম মহাসচিব ও ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি হাবিব- উন- নবী খান সোহেল, কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য নিপুণ রায়, যুবদলের সাধারণ সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু সহ বিএনপির ২৯ নেতার বিরুদ্ধে পুলিশ মামলা দায়ের করেছে।
,”এছাড়া বিএনপির অজ্ঞাত আরও ১০০/১২০ জনকে এই মামলায় আসামি করা হয়েছে বলে সংবাদ মাধ্যমে খবর প্রচার হয়েছে।
রাজধানীর শাহবাগ থানায় বুধবার রাতে এসআই মোঃ গোলাপ উদ্দিন মাহমুদ বাদী হয়ে মামলাটি দায়ের করেন।”
“মামলায় আসামিদের মধ্যে আরও রয়েছেন “বিএনপির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক সরাফত আলী শপু, যুবদলের সভাপতি সাইফুল ইসলাম নিরব, ছাত্রদলের সভাপতি ফজলুর রহমান খোকন ও সাধারণ সম্পাদক ইকবাল হোসেন শ্যামল, ছাত্রদলের ঢাবি শাখার সাবেক সভাপতি মেহেদী হাসান তালুকদার ও সাধারণ সম্পাদক আবুল বাশারসহ অনেকে।”
“জাতীয় মুক্তিযুদ্ধ কাউন্সিল (জামুকা) কর্তৃক সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রাষ্ট্রীয় খেতাব বাতিলের সিদ্ধান্তের প্রতিবাদে রিজভীর নেতৃত্বে রাজধানীর বিজয়নগরে গেল বুধবার সন্ধ্যায় বিএনপির মিছিল বের হলে পুলিশ তাতে বাধা দেয়। “এ সময় পুলিশের লাঠিপেটায় মশাল মিছিলে অংশ নেওয়া অন্তত ১০ জন নেতাকর্মী আহত হন। ”
“পুলিশ এ সময় যুবদল নেতা শরীফসহ ৪ জনকে আটক করেন। জানিয়েছেন মিছিলে অংশ নেওয়া নেতাকর্মীরা। ওই ঘটনায় পুলিশ বাদী হয়ে বৃহস্পতিবার শাহবাগ থানায় ওই মামলাটি করে বলে জানা গেছে।
আরও পড়ুন
জাতিসংঘের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করলেন সেনাপ্রধান
নীলাকাশ বার্তাঃ চলতি সপ্তাহে জাতিসংঘের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে একাধিক বৈঠক করেছেন মার্কিন যুক্তরাষ্ট্র সফররত বাংলাদেশের সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদ। বৈঠকে তিনি জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমের প্রতি বাংলাদেশের অবিচল প্রতিশ্রুতি এবং অব্যাহত থাকবে বলে জানিয়েছেন।
আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এমনটা বলা হয়েছে ।
সেখানে বলা হয়, “সোমবার বিকালে অপারেশন সাপোর্ট বিভাগের আন্ডার সেক্রেটারি জেনারেল অতুল খারের সঙ্গে বৈঠকে জাতিসংঘ শান্তিরক্ষী পরিবহনে বাংলাদেশ বিমানকে তালিকাভুক্ত করায় ধন্যবাদ জানান।”
এসময় জেনারেল অতুল খারে কোভিড-১৯ পরিস্থিতির মধ্যে বাংলাদেশ বিমান সফলতার সাথে জাতিসংঘ শান্তিরক্ষী পরিবহনে ভূমিকা রাখায় বাংলাদেশ সরকারকে ধন্যবাদ জানান এবং শান্তিরক্ষা, জলবায়ু পরিবর্তন, নারীর ক্ষমতায়নসহ মানবাধিকার ইস্যুতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বশীল ভূমিকার প্রশংসা করেন। আলোচনায় বিভিন্ন জাতিসংঘ মিশনে বাংলাদেশের জনবল আরও বৃদ্ধি, আহত এবং নিহত শান্তিরক্ষীদের ক্ষতিপূরণ প্রদান ত্বরান্বিতকরণ, বাংলাদেশ সেনাবাহিনীর অনিষ্পাদিত রিইমবার্সমেন্ট পরিশোধ, বাংলাদেশি শান্তিরক্ষীদের কোভিড-১৯ টিকা প্রয়োগের ব্যবস্থাকরণ, অধিক হারে ব্যবহৃত যন্ত্রপাতি নির্ধারিত সময়ের পূর্বে প্রতিস্থাপনসহ বাংলাদেশ সেনাবাহিনীর একটি হেলিকপ্টার ইউনিট প্রেরণ সংক্রান্ত বিষয়াদি প্রাধান্য পায়।”
এসময়, জেনারেল আজিজ ইউনাইটেড নেশনস পিসকিপিং ক্যাপাবিলিটি রেডিনেস সিস্টেমের আওতায় মাত্র ৬০ দিন সময়ের মধ্যে বাংলাদেশ সেনা বাহিনীর চারটি কন্টিনজেন্ট সহ সর্ব মোট ১৫টি কন্টিনজেন্ট মোতায়েন হতে সক্ষম বলে তাকে আশ্বস্ত করেন এবং সেন্ট্রাল আফ্রিকান রিজিয়ন ও সুদানে বাংলাদেশি শান্তিরক্ষীদের সংখ্যা বৃদ্ধির অভিপ্রায় ব্যক্ত করেন।
সেইসাথে, শীর্ষ শান্তিরক্ষী প্রেরণকারী দেশ হিসেবে জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রম ও জাতিসংঘ সদর দপ্তরের শান্তিরক্ষা সংশ্লিষ্ট বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে অধিক সংখ্যক বাংলাদেশি অফিসারদের পদায়নের জন্যও তিনি অনুরোধ জানান।”
“একই দিনে জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমের মিলিটারি অ্যাডভাইজার লেফটেন্যান্ট জেনারেল কার্লোস হামবার্টো লয়টের সঙ্গেও বৈঠক করেন সেনাপ্রধান।”
জেনারেল আজিজ জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী মিশনে পৌছালে রাষ্ট্রদূত রাবাব ফাতিমা তাকে অভ্যর্থনা জানান এবং শান্তিরক্ষা সহ বিভিন্ন কর্মকাণ্ড সম্পর্কে সেনাপ্রধানকে অবহিত করেন।
উল্লেখ্য, যুক্তরাষ্ট্র সরকারের আমন্ত্রণে সরকারি সফরে গত ২৯ জানুয়ারি যুক্তরাষ্ট্রে যান বাংলাদেশের সেনাবাহিনী প্রধান। সফর শেষে আগামী ১২ ফেব্রুয়ারি তিনি দেশে ফিরবেন।”
আরও পড়ুন
কালীগঞ্জের পল্লীতে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার
নীলাকাশ বার্তাঃ সাতক্ষীরা জেলার কালিগঞ্জ উপজেলার পল্লীতে এক গৃহবধূর গলায় দড়ি দিয়ে ফাঁস লাগানো মৃত অবস্থায় উদ্ধার করা হয়েছে।
ঘটনা সুত্রে জানা যায়, কৃষ্ণনগর ইউনিয়নের কালিকাপুর হাফিজিয়া মাদরাসার পাশে নাসির উদ্দীনের ছেলে শাহ আলমের স্ত্রী জাহানারা খাতুন আজ বৃহস্পতিবার সকাল দশটার দিকে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে বলে অভিযোগ উঠেছে । কালীগঞ্জ থানা পুলিশের একজন কর্মকর্তা ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
আরও পড়ুন
বাস- ট্রাক সংঘর্ষে নারী-শিশুসহ নিহত ১০
নীলাকাশ বার্তাঃ আজ বুধবার বিকেল তিনটার দিকে ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলায় যাত্রীবাহী বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে কমপক্ষে ১০ জন নিহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে। এই ঘটনায় আরও ১৫/২০ জন আহত হয়েছে।
ঘটনাটি ঘটেছে বুধবার বিকাল ৩টার দিকে কালীগঞ্জ উপজেলার বারোবাজার এলাকায়। নিহতদের মধ্যে এক জন শিশু, ২ জন নারী ও ৬ জন পুরুষ রয়েছেন। তাৎক্ষণিক ভাবে দুর্ঘটনায় হতাহতদের নাম- পরিচয় জানা যায়নি।
কালীগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার শেখ মামুনুর রশিদ সাংবাদিকদের জানিয়েছেন, আজ বুধবার বিকাল ৩টার দিকে ঝিনাইদহ- গামী একটি যাত্রীবাহী বাসের সঙ্গে যশোর- গামী ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় যাত্রীবাহী বাসটি রাস্তার উপর উল্টে যায়।”
যাত্রীবাহী বাস থেকে এ পর্যন্ত ১০ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ সময় সড়কের দুই- পাশে যান চলাচল বন্ধ হয়ে যায়। আহত প্রায় ১৫ জনকে উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে। এর মধ্যে ৪/৫ জনের অবস্থা আশঙ্কা জনক। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে ধারণা করেছেন এই কর্মকর্তা।
DEVELOPED BY - ANOWARULBD.ME
Leave a Reply